শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নিউ জিল্যাণ্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়



নিউ জিল্যাণ্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচ ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। অবশ্য প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের আভাস দিয়ে রেখেছিল বাংলাদেশ।
কিন্তু তৃতীয় ম্যাচ পরাজিত হয়ে যায় স্বাগতিকরা। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জিতে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ ।
এ জয় নিয়ে এই ফরম্যাটেও অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। যেখানে সর্বশেষ জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করে নতুন ইতিহাস রচনার পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্ব কাপে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগাররা।

ম্যাচ টুকিটাকি:
বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড, ৪র্থ টি-টোয়েন্টি, মিরপুর (টস- নিউ জিল্যান্ড/ ব্যাটিং)।

নিউ জিল্যান্ড ; ৯৩, ১৯.৩ ওভার অল আউট। (ইয়াং ৪৬, ল্যাথাম ২১, অ্যালেন ১২, নাসুম ৪/১০, মোস্তাফিজ ৪/১২, সাইফউদ্দিন ১/১৬)

বাংলাদেশ ৯৬/৪, ১৯.১ ওভার (মাহমুদউল্লাহ ৪৩*, নাইম ২৯, আফিফ ৬*, আজাজ ২/৯, ম্যাককঙ্কি ১/৩৪)
বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!