রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

লণ্ডনে দুটি নতুন আন্ডারগ্রাউণ্ড স্টেশন চালু



লণ্ডন আন্ডারগ্রাউণ্ড ট্রেইনের নর্দার্ন লাইন রুটে নতুন দুটি স্টেশন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। নতুন আন্ডারগ্রাউণ্ড স্টেশন ব্যাটারসি পাওয়ার স্টেশন থেকে সোমবার ভোর ৫টা ২৮ মিনিটে প্রথমবারের মতো নর্দার্ন লাইনের একটি ট্রেইন যাত্রী তুলে স্টেশন ত্যাগ করে। দ্বিতীয় নতুন স্টেশনের নাম নাইন ইলেম্স। এটি বর্তমান স্টেশন কেনিংটনের টিক আগের স্টেশন।

নতুন দুটি টিউব স্টেশন চালু প্রসঙ্গে লণ্ড মেয়র সাদিক খান বলেছেন, করোনার ভয়াবহ ক্ষতি কাটিয়ে উঠতে নতুন দুটি স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৯৯০ সালে জুবিলী লাইন চালুর পর এটি ট্রান্সপোর্ট ফর লণ্ডনের সবচাইতে বড় সম্প্রসারণ কাজ। দুটি নতুন স্টেশনে ১ দশমিক ১ বিলিয়ন পাউণ্ড ব্যয় করেছে লণ্ডন আন্ডারগ্রাউণ্ড। এর মধ্যে ১ বিলিয়ন পাউন্ড ঋন করে ব্যয় করা হয়। ডেভেলপার এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে বিসনেস রেইটের মাধ্যমে এই অর্থ উত্তোলনের আশা করছে টিএফএল।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!