বহির্বিশ্বে বাঙালির অন্যতম প্রাচীন ও বৃহত্তম শিক্ষা ট্রাস্ট – প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নবগঠিত নির্বাচন কমিশনের কমিশনাররা হচ্ছেন, চিফ ইলেকশন কমিশনার – ব্যারিস্টার মো. আবুল কালাম এবং ইলেকশন কমিশনার – ব্যারিস্টার মো. লুৎফুর রহমান ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান।
সোমবার (২৭ সেপ্টেম্বর) এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবগঠিত নির্বাচন কমিশনের কমিশনারদের হাতে নিয়োগ পত্র প্রদান করেন ট্রাস্টের বর্তমান সভাপতি শ্রী রবিন পাল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।