বালাগঞ্জের মাদ্রাসাবাজার শেখ সাদেক ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা শেখ সাদেক ‘সংযুক্ত আরব আমিরাতে প্রত্যাবর্তন’ উপলক্ষে বড়জমাত গ্রামের যুবসমাজের পক্ষ থেকে এক দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (পহেলা অক্টোবর) বাদ জুমা স্থানীয় বড়জমাত গ্রামে যুবনেতা মো. মালেক মিয়া, মোস্তাক আহমদ মছরুর ও মো. আবু তাহের এর উদ্যোগ আয়োজিত এ দুয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ আব্দুল আওয়াল আজাদ ।
মাহফিলে উপস্থিত ছিলেন – গ্রামের মুরব্বি আহমদ আলী, আত্তর আলী, হাজী আব্দুল আজিজ ফারুক মিয়া, হাফিজ মামুন মিয়া, আব্দুল হালিম বাবলু, মাসুম আহমদ, আজমল আলী, জুনেদ মিয়া, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এমরান আহমদ জহির, শেখ সাদেক ফুটবল একাডেমির প্রতিষ্টাতা শেখ সাদেক, একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম, প্রশিক্ষক নুরুজ্জামান, যুবনেতা শাহরিয়ার আহমদ, শাকির আহমদ, সুজেল আহমদ, জমিস উদ্দিন, শাহীন আহমদ, জুয়েল আহমদ, আমিনুল ইসলাম, ইমরান আহমদ, কয়েস আহমদ, শামীম আহমদ মো. মুস্তাকিন প্রমূখ।
উল্লেখ্য, শেখ সাদেক ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা শেখ সাদেক প্রায় ৪মাস দেশে অবস্থান শেষে আগামী ৪অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন।