বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের হরিশ্যাম গ্রামে স্থানীয় বেতরী নদীতে নির্মিত সেতুটি ২০১৮ সালের ৪জুন সিলেট-৩ আসনের তৎকালীন সংসদ
সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী উদ্বোধন করেছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৪০লাখ ৯৪হাজার ৫শ টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটির এপ্রোচ অংশে পর্যাপ্ত মাটি ভরাট না থাকায় বছরের পর বছর অযত্ন অবহেলায় যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
এলাকাবাসী অভিযোগ জানিয়েছেন, তারা নিজস্ব অর্থায়নে সেতুর এপ্রোচ অংশে প্রায় প্রতি বছর মাটি ভরাট করে থাকলেও স্থানীয় পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদ অথবা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। এলাকাবাসী জানিয়েছেন, মাত্র ১৫/২০ হাজার টাকার মাটি ভরাট করা হলে যানবাহন এবং জনসাধারণ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।