বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের মধ্যে ‘শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ১০জন শিক্ষার্থীকে এই বৃত্তির নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিংবডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আ,ফ, ম শামীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান।
সহকারী শিক্ষক রিপন চন্দ্র বর্মণের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, শিক্ষক সালেহ আহমদ, মফিজুল ইসলাম, তরুণ শিক্ষানুরাগী বিজয় চৌধুরী ও দূর্জয় চৌধুরী।
দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রাক্তন শিক্ষক, স্কটল্যান্ড প্রবাসী, শাহনূর চৌধুরী বৃত্তি প্রবর্তক শাহনূর চৌধুরী’র কনিষ্ঠ ভাই, অস্ট্রেলিয়া প্রবাসী প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরী স্মরণে ‘শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে ১০ম শ্রেণির শিক্ষার্থী নাজমুল ইসলাম, তামান্না বেগম, ৯ম শ্রেণির শাহরিয়ার আহমদ, মাসুমা আক্তার, ৮ম শ্রেণির আখতারুজ্জামান, কারিমা বেগম, ৭ম শ্রেণির সানি আহমদ, ফারজানা আক্তার, ৬ষ্ট শ্রেণির নাঈম হোসেন ও মিতা বিশ্বাস।
এছাড়া একই অনুষ্ঠানে দেওয়ান বাজার আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষে থেকে বিগত নির্বাচনী ও এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী দিলরুবা ইয়াসমিনকে দেওয়ান আব্দুর রব চৌধুরী স্কলারসীপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী, অস্টেলিয়া প্রবাসী প্রয়াত শাহ্ আকিবুন নূর চৌধুরী ২০২০ সালের ১৬ ডিসেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। তাহার সন্তানরা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন।







