শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার জার্মানি যাচ্ছেন রাষ্ট্রপতি



স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির বার্লিনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৮ অক্টোবর) সকালে রাষ্ট্রপ্রধানকে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

প্রেস সচিব জানান, বার্লিনের চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ২২শে অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রেসিডেন্টের। ৭৭ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হত। রাষ্ট্রপতি হওয়ার পর বেশ কয়েকবার লন্ডনে তিনি চিকিৎসা নিয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!