শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেধাবী শিক্ষার্থীকে যুক্তরাজ্য প্রবাসীর শিক্ষা সহায়তা প্রদান



মেধাবী শিক্ষার্থী সৌরভ মালাকার স্বপ্নকে যুক্তরাজ্য প্রবাসী এক সমাজকর্মী, শিক্ষানুরাগীর পক্ষ থেকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষার্থী সৌরভ মালাকার স্বপ্ন ২০১৫ সালে পিএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস এবং ২০১৮ সালে জেএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে।

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের এ মেধাবী শিক্ষার্থীকে (নাম প্রকাশে অনিচ্ছুক) যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী শিক্ষা সহায়তা হিসেবে নগদ ৫হাজার টাকা অনুদান প্রদান করেছেন। বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু গত সোমবার (০৮ নভেম্বর) রাতে প্রবাসী সমাজকর্মী, শিক্ষানুরাগী প্রদত্ত এ অনুদান হস্তান্তর করেন।

এদিকে মেধাবী শিক্ষার্থী সৌরভ মালাকার স্বপ্নকে শিক্ষা সহায়তা প্রদানের জন্য পিতা সুবোধ চন্দ্র মালাকার যুক্তরাজ্য প্রবাসী ওই সমাজকর্মী, শিক্ষানুরাগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!