রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ৪জন



নিহত কলেজ শিক্ষার্থী রেজুয়ান আহমদ

সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে অটোরিক্স (সিএনজি)-মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে সড়কের চারকাটি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কলেজ শিক্ষার্থী রেজুয়ান আহমদ (১৯) দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের টাকিরমুরা গ্রামের মকবুল আলীর ছেলে। এ ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত আকবর আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জালালপুর ডিগ্রি কলেজের ৫জন শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার বিকালে দু’টি মোটরসাইকেলযোগে সিলেটের উদ্দেশ্যে যাবার পথে দুর্ঘটনার শিকার হয়। সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের স্থানীয় চারকাটি এলাকায় একটি অটোরিক্স (সিএনজি)’র সাথে তাদের সংঘর্ষ হয়। এসময় উভয় মোটরসাইকেলে থাকা শিক্ষার্থীরা দুর্ঘটনায় পড়ে। এসময় কলেজ শিক্ষার্থী রেজুয়ান আহমদ এবং আকবর আলী গুরুতর আহত হয়। ঘটনার পরপর আহতদের প্রথমে নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেজুয়ান আহমদকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আকবর আলীকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ঘটনার সংবাদ পেয়ে জালালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেলি কর, অধ্যাপক কামরুল হক এবং নিহতের স্বজনরা তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় আহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি। তবে, সকলেই একই কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

এদিকে জালালপুর ডিগ্রি কলেজের অধ্যাপক কামরুল হক, কলেজ গভর্ণিং বডির সদস্য শহিদুর রহমান শাহীন, নিহত রেজুয়ান আহমদের মামা ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা ডা. এনামুল হক প্রমুখ ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত রেজুয়ান আহমদের মৃতদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!