বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

ইউনিয়ন পরিষদ নির্বাচন

বালাগঞ্জে ৬টি ইউনিয়নে ভোট গ্রহণ আজ



বালাগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রচার প্রচারণা ইতোমধ্যে শেষ হয়েছে। আজ (বৃহস্পতিবার ১১ নভেমম্বর) ভোট গ্রহণের মধ্যদিয়ে নির্বাচনে ভাগ্য নির্ধারণ হবে উপজেলার ৬টি ইউনিয়নে ২০জন চেয়ারম্যান প্রার্থীসহ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২শ ৬১ জন প্রার্থীর। উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৮৬ হাজার ৯শ ৯৯জন ভোটার তাদের মনোনীত প্রার্থী বাছাই করে রায় দিবেন কারা হবেন তাদের আগামীদিনের পছন্দের জনপ্রতিনিধি।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভোটারদের সাথে আলাপকালে জানাগেছে, নির্বাচনকে ঘিরে বালাগঞ্জের সর্বত্র প্রার্থী-সমর্থকদের মধ্যে উৎসবমূখর অবস্থা বিরাজ করছে। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ. লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াইয়ের সম্ভাবনা থাকলেও বাকি ১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মূল লড়াই হবে ত্রিমূখী। যদিও বিএনপির সরাসরি কোন প্রার্থী নেই। তবে প্রায় প্রতিটি ইউনিয়নেই স্বতন্ত্র হিসেবে বিএনপির প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

১নং-পূর্ব পৈলনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থী ৫ জনের মধ্যে মূল লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শিহাব উদ্দিন (নৌকা) এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মতিন (ঘোড়া)-এর মধ্যে। এছাড়া খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. মিছবাহ উদ্দিন মিছলু (দেয়াল ঘড়ি), স্বতন্ত্রপ্রার্থী মো. নজরুল ইসলাম (আনারস) ও মো. মারুফ মিয়া (মোটরসাইকেল) মার্কা নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা- ৮হাজার ৯শ ৪০জন। পুরুষ ৪হাজার ৪শ ৭৭জন। মহিলা ৪হাজার ৪শ ৬৩জন। ভোটকেন্দ্র- ০৯টি।

২নং বোয়ালজুড় ইউনিয়নে – আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া (নৌকা) মার্কা জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকলেও স্বতন্ত্র প্রার্থী মানিক মিয়া (ঘোড়া ) মার্কা নিয়ে মরিয়া হয়ে মাঠে দৌঁড়াচ্ছেন। মোট ভোটার সংখ্যা- ১৩হাজার ৫৩জন। পুরুষ ৬হাজার ৫শ ৩৭জন। মহিলা ৬হাজার ৫শ ১৬জন। ভোটকেন্দ্র-০৯।

৩নং দেওয়ানবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী -ছহুল এ মুনিম (নৌকা) এবং বিএনপি নেতা স্বতন্ত্রপ্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজমুল আলম (ঘোড়া)-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মোট ভোটার সংখ্যা ২২হাজার ৭শ ৪৮জন। পুরুষ ১১হাজার ৬শ ১৪জন। মহিলা ১১হাজার ১শ ৩৪জন। ভোট কেন্দ্র ১০টি।

৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী- মো. আমিরুল ইসলাম মধু (নৌকা) এবং স্বতন্ত্রপ্রার্থী আব্দুর রহমান (আনারস)-এর মধ্যে মূল লড়াইয়ের সম্ভাবনা থাকলেও প্রচারণায় পিছিয়ে নেই বিএনপির নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুকিত শরীফ (ঘোড়া) ও মুশাহিদ শিকদার (চশমা)। মোট ভোটার সংখ্যা ১০হাজার ৪শ ১৪জন। পুরুষ ৫হজার ২শ ৪১জন। মহিলা ৫হাজার ১শ ৭৩জন। ভোটকেন্দ্র ০৯টি।

৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক ও বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া (নৌকা) এবং বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মুনিম (আনারস)-এর মধ্যে তুমুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৯হাজার ৮শ ৮১জন। পুরুষ ১০হাজার ৫জন। মহিলা ৯হাজার ৮শ ৭৬জন। ভোটকেন্দ্র ০৯টি।

এবং ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিমাংশু রঞ্জন দাস (নৌকা) এবং বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান (আনারস) ও তামিমুল করিম হৃদয় (চশমা)-এর মধ্যে ত্রিমূখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আওলাদ মিয়া (হাতপাখা) ও আব্দুল মতিন (ঘোড়া) মার্কা নিয়ে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১হাজার ৯শ ৬৩জন। পুরুষ ৫হাজার ৯শ ২২জন। মহিলা ৬হাজার ৪১জন। ভোটকেন্দ্র ০৯টি।

এদিকে এর আগে উৎসবমুখর পরিবেশে বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ২০জন চেয়ারম্যান প্রার্থী, ১শ ৮৭জন সাধারণ সদস্য ও ৬১জন সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী মধ্যে নির্বাচনী প্রচারকালে একজন ইউপি মেম্বার পদপ্রার্থী ইন্তেকাল করেছেন।

আলাপকালে, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান জানান, আসন্ন ইউপি নির্বাচন শান্তিপুর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।

উপজেলার রির্টানিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার সোহরাব আহমদ জানিয়েছেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!