আলাপুর যুব সমাজের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থইষ্ট বালাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদির। এমদাদুর রহমান জাকিরের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রবীণ সমাজকর্মী আব্দুল জলিল, তখলিসুর রহমান, তুরণ মিয়া, আব্দুল খালিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, আব্দুল মতিন মহিলা একাডেমি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি ৩য় বারের মত নির্বাচিত চেয়ারম্যান নাজমুল আলম, ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. বাবরু মিয়া এবং নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য রুকিয়া বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।