মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল আলম, ৩নং ওয়ার্ডের সদস্য মো. বাবরু মিয়া এবং সংরক্ষিত মহিলা সদস্য রুকিয়া বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে স্থানীয় আলাপুর গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

আলাপুর যুব সমাজের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থইষ্ট বালাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদির। এমদাদুর রহমান জাকিরের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রবীণ সমাজকর্মী আব্দুল জলিল, তখলিসুর রহমান, তুরণ মিয়া, আব্দুল খালিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, আব্দুল মতিন মহিলা একাডেমি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি ৩য় বারের মত নির্বাচিত চেয়ারম্যান নাজমুল আলম, ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. বাবরু মিয়া এবং নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য রুকিয়া বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!