শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত



বালাগঞ্জ উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতা এবং ৫ম শ্রেণির সমাপনী পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার মো. তারা মিয়া।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিরিন আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি নুরুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল, সমাজকর্মি সুহেল বারী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শুভ লস্কর, রেবা বেগম, শিবলি বেগম, মাস্টার মকলিছুর রহমান, বাবুল মিয়া, সুমিন আহমদ, মো. রাসেল আহমদ, উমান প্রবাসী তখলিছ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!