রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

করোনাভাইরাস: কোয়ারেন্টিনের মেয়াদ কমানোর পরিকল্পনা নেই বৃটেনের



কোভিডের উপসর্গহীনদের জন্য কোয়ারেন্টিনের মেয়াদ অর্ধেক করার কোনো পরিকল্পনা বৃটেনের নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রী ক্লোয়ি স্মিথ। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সম্প্রতি কোরেন্টিনের সময়কাল ১০ দিন থেকে কমিয়ে ৭ দিনে নামিয়ে এনেছি। আমরা এখন এর ফলাফল দেখতে চাই। এটি আমাদের বিশ্বাস অনুযায়ী কাজ করছে কিনা তা দেখতে চাই আমরা। তিনি আরও বলেন, বর্তমানে যে সময়কাল নির্ধারণ করা হয়েছে, আমাদের ধারণা সেটিই আদর্শ। তাই কোয়ারেন্টিনের মেয়াদ ৫ দিনে নামিয়ে আনার কোনো পরিকল্পনা সরকারের নেই।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র কোভিডের উপসর্গহীনদের জন্য আইসোলেশনের মেয়াদ অর্ধেক করে ৫ দিনে নামিয়ে এনেছে। সোমবার দেশটি জানিয়েছে, উপসর্গহীন আইসোলেশনের মেয়াদ ১০ দিন থেকে ৫ দিনে নামিয়ে আনা হয়েছে। দেশটিতে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সংকট নিরসনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কর্মীর সংকটের কারণে বিভিন্ন প্রদেশে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, নতুন পদক্ষেপের কারণে তার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের গ্রহণ করা এমন পদক্ষেপকে বৃটেনেও প্রয়োগের পক্ষে অনেক গবেষক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের প্রফেসর স্যার জন বেল তাদের একজন। তিনি বিবিসিকে বলেন, কোভিড আইসোলেশনের সময় ৫ দিনে নামিয়ে আনা উচিৎ। শেষ দুই দিনে যদি কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে তাহলে ৫ দিনের বেশি আইসোলেশনের প্রয়োজন নেই।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!