ওসমানীনগর উপজেলার মাওলানা আজম আলী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ৪০জন অসুস্থ, প্রতিবন্ধী এবং অস্বচ্ছলকে ৫শ টাকা করে মাসিক ভাতা (অনুদান) প্রদান করা হয়েছে। প্রয়াত মাওলানা আজম আলীর দুই ছেলে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী, শিক্ষানুরাগী মাহফুজুল করিম ও মাসুদুল করিমের অর্থায়নে ট্রাস্টের নিয়মিত কর্মসূচির (জানুয়ারি) অংশ হিসেবে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও চলতি মাসে খাদ্য, চিকিৎসা সহায়তাসহ আরও ১১হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৭ জানুয়ারি) স্থানীয় দয়ামীর ইউনিয়নের খাগদিওর (খাইশাপাড়া) গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু। সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা সদস্য সামসুল ইসলাম হিরা। মোনাজাত পরিচালনা করেন অন্যতম উপদেষ্টা সদস্য মাওলানা মাওলানা জহির উদ্দিন।