ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউপি নির্বাচনে আ. লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হান্নান মিয়ার সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হান্নান মিয়া বলেন, অবহেলিত পশ্চিম পৈলনপুরবাসীর ভাগ্য উন্নয়নে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় আমাকে একটি ভোট ভিক্ষা দিন। আমি নির্বাচিত হলে হাওর উন্নয়ন বোর্ড এর মাধ্যমে মেগা প্রজেক্ট এনে স্থানীয় হাওর থেকে সমগ্র ইউনিয়নের সুযোগাযোগের লক্ষ্যে একটি রিং রোড স্থাপন করবো। যা এলাকার কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনে দিবে। শিক্ষার উন্নয়নে ইউনিয়নের দক্ষিণাঞ্চলে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করবো। পিছিয়ে পড়া ভল্লবপুরের উন্নয়নের জন্য বিশেষভাবে কাজ করে যাবো।
তিনি সোমাবর (১৭ জানুয়ারি) উপজেলার কিয়ামপুরস্থ তার নিজ বাড়িতে ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সাথে মতবিনিয়কালে উপরোক্ত কথা বলেন। উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন – লন্ডন মহানগর আ. লীগের সিনিয়র সহসভাপতি আনহার মিয়া, যুক্তরাজ্য যুবলীগের সিনিয়রসহ সভাপতি আফজল হোসেন, সমাজসেবক আলী আহমদ, স্থানীয় যুবলীগ নেতা সাজ্জাদ মিয়া, তুহিন আহমদ, সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক একেএম রায়হান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক বিকাশ সূত্র ধর, সদস্য সৈয়দ মুসলেহ উদ্দিন, আব্দুর রহমান, সেলিম আহমদ প্রমুখ।