সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মো. আওলাদ হোসেন আর নেই। শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তিনি সিলেট নগরীর মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে প্রায় রাত ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অধ্যক্ষ মো. আওলাদ হোসেনের জানাজা আজ রোববার ( ১৪ আগস্ট) বিকাল ৩টায় জালালপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের হোসেননমকী (চুনারপাড়া) গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ২ মেয়েসহ অসংখ্য ছাত্র ছাত্রী, শুভাকাঙ্খী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে প্রিন্সিপাল মো. আওলাদ হোসেনের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে সাধারণ জনগণ, ছাত্র-ছাত্রী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশবিদেশে অসংখ্য শুভাকাঙ্খীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করছেন।