১৯ আগস্ট ১৯৩৯ – কোলকাতায় মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবি গুরু রবীন্দ্রনাথ।
১৯ আগস্ট ১৯৯১ – সোভিয়েত ইউনিয়নের রক্ষণশীল কমিউনিস্ট নেতাদের নেতৃত্বে রক্তপাতহীন অভ্যূত্থানে গর্বাচেভ ক্ষমতাচ্যুত হন।
২০ আগস্ট ১৮২৮ – রাজা রামমোহন রায়ের উদ্যোগে ‘ব্রাহ্মসভা’ প্রতিষ্ঠিত হয়।
১২ জুন ১৯৬২ – দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে আদালত যাবজ্জীবন কারাদন্ডের রায় দেয়।
২১ আগস্ট ১৯১১ – ফ্রান্সের ল্যুভের মিউজিয়াম থেকে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ চুরি হয়।
২৪ আগস্ট ১৯৪৯ – উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।
২৩ আগস্ট ১৯২১ – প্রথম ফয়সাল ইরাকের বাদশাহ্ হিসেবে অভিষিক্ত হন।
২৫ আগস্ট ১৯১৯ – লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।
২২ মে ২০১০ – জর্ডান রোমেরো মাত্র ১৩ বছর ১০ মাস ১০ দিন বয়সে এভারেস্ট জয় করে ‘সর্বকনিষ্ঠ এভারেস্ট জয়ী’র গৌরব অর্জন করেন।
০৪ সেপ্টেম্বর ১৯১১ – বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।
০৪ সেপ্টেম্বর ১৯৮৯ – বেলগ্রেডে নবম জোট নিরপেক্ষ সম্মেলন শুরু হয়।
২৩ আগস্ট ১৯৪২ – স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।
২৫ আগস্ট ১৯৯১ – সোভিয়েত ইউনিয়নভূক্ত প্রজাতন্ত্র বিয়েলোরাশিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৮ আগস্ট ১৮০০ – লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।
১৮ আগস্ট ১৯৫৮ – ব্রজেন দাশ ইংলিশ চ্যানেল সাঁতরিয়ে অতিক্রম করে রেকর্ড সৃষ্টি করেন।
২০ আগস্ট ১৯৯১ – সোভিয়েত ইউনিয়নভুক্ত এস্তোনিয়া পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে।
২১ আগস্ট ১৯৩৯ – ব্রিটেনে সিভিল ডিফেন্স কার্যক্রম শুরু হয়।
২১ আগস্ট ১৯৯১ – অভুত্থান ব্যর্থ হওয়ায় গর্বাবেভ পুন:রায় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদে বহাল হন।
২৪ আগস্ট ১৯৬৬ – ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।
২২ আগস্ট ১৯৩২ – বিবিসির নিয়মিত টিভি সম্প্রচার কার্যক্রম প্রথম শুরু হয়।
২৩ আগস্ট ১৯৯১ – রুশ প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন ইয়েলৎসিন।
২৫ আগস্ট ১৮৯৬ – উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় ‘বসুমতি’ প্রথম প্রকাশিত হয়।
০৪ সেপ্টেম্বর ১৯৪২ – কোলকাতায় পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
০৪ সেপ্টেম্বর ১৯৪৪ – দ্বিতীয় মহাযুদ্ধ থেকে ফিনল্যান্ড নিজেকে প্রত্যাহার করে নেয়।
২২ আগস্ট ১৮৬৪ – আন্তর্জাতিক রেডক্রস সংস্থা প্রতিষ্ঠিত হয়।
২৩ আগস্ট ১৮২৫ – বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
২৫ আগস্ট ১৯৬০ – রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয়।
০২ সেপ্টেম্বর ১৯৪৫ – পরাজয় মেনে নিয়ে জাপানের নি:শর্ত আত্মসমর্পনের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
০৭ সেপ্টেম্বর ১৮২২ – পর্তুগালের হাত থেকে ব্রাজিলের স্বাধীনতা ঘোষিত হয়।
০৬ সেপ্টেম্বর ১৯৯৭ – পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রিন্সেস ডায়ানাকে সমাহিত করা হয়।
০৮ সেপ্টেম্বর ১৯৪৩ – মিত্রশক্তির কাছে ইতালী নি:শর্ত আত্মসমর্পণ করে।
০৮ সেপ্টেম্বর ১৯৬২ – চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
০৯ সেপ্টেম্বর ১৯৯১ – তাজিকিস্তান স্বাধীনতা ঘোষণা করে।
লেখক: সম্পাদক – আনোয়ারা (শিকড় সন্ধানী অনিয়মিত প্রকাশনা)।