ওসমানীনগরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিপুল বিজয় অর্জন হয়েছে। ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে এবারই প্রথম ইভিএম মেশিনে ওসমানীনগরে ভোট গ্রহণ হয়। উপজেলার ৮ইউনিয়নের মধ্যে ৫টিতে আ. লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, ২টিতে আ. লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও ১টিতে বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বেসরকারীভাবে ঘোষিত ফলাফল থেকে জানা যায়, উপজেলার উমরপুর ইউপিতে উপজেলা আ. লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান এম জি কিবরিয়া (নৌকা), সাদীপুর ইউপিতে যুক্তরাজ্য আ. লীগ নেতা তাজপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি সাহেদ আহমদ মুসা (নৌকা), বুরুঙ্গা ইউপিতে যুক্তরাজ্য আ. লীগ নেতা আখলাকুর রহমান (নৌকা), উছমানপুর ইউপিতে সিলেট মহানগর স্বেচ্ছা সেবক লীগ নেতা ওয়ালী উল্লাহ বদরুল (নৌকা), গোয়ালাবাজার ইউপিতে উপজেলা আ. লীগ নেতা সাবেক চেয়ারম্যান পীর মোঃ মজনু মিয়া (নৌকা), পশ্চিম পৈলনপুর ইউপিতে আ. লীগের বিদ্রোহী প্রার্থী প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন (আনারস) এবং তাজপুর ইউপিতে আ. লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক (আনারস), ও দয়ামীর ইউপিতে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা এসটিএম ফখর উদ্দিন (মোটর সাইকেল) প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছেন।