সিলেট – ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বিশেষ বরাদ্দে বালাগঞ্জ উপজেলার শিওর খাল গ্রামের ‘মাওলানা ফয়জুর রহমানের বাড়ির সামন থেকে সেকুল ইসলাম’-এর বাড়ির সামন পর্যন্ত ৫শ ফুট রাস্তার মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। বিগত ইউপি নির্বাচনে দেওয়ানবাজার ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছহুল এ মুনিমের মাধ্যমে ওই বিশেষ বরাদ্দের ৫মেট্রিক টন চাল থেকে এই মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মাওলানা ফয়জুর রহমানের মোনাজাতের মধ্যদিয়ে প্রধান অতিথি হিসেবে এ মাটি ভরাট কাজের উদ্বোধন করেন – যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ছহুল এ মুনিম।
এসময় উপস্থিত ছিলেন- গ্রামের মুরব্বি হাজী মনোহর খান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের মেম্বার ও প্রজেক্ট কমিটির সভাপতি হাজী মুহাম্মদ আলী গুলশের, সংরক্ষিত মহিলা মেম্বার রোকিয়া খাতুন, প্রজেক্টের সদস্যসচিব মো. ছমির আলী, মুরব্বিয়ান ও যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন – মো. রজর আলী, ইরন খান, আতিকুল ইসলাম আতিক, আতাউর রহমান আতাউল, সেকুল ইসলাম, আবু বক্কর জাকারিয়া এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল।
অনুষ্ঠানে উপস্থিত সবাই মাননীয় এমপি হাবিবুর রহমান হাবিব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধান অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বালাগঞ্জের শিওরখালে এমপি হাবিবুর রহমান হাবিবের অর্থায়নে রাস্তার মাটি ভরাট কাজের উদ্বোধন