আনোয়ারা ফাউন্ডেশন (বালাগঞ্জ, সিলেট)-এর উদ্যোগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে মাসব্যাপী বালাগঞ্জ উপজেলার ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আগ্রহী সব্জি চাষীদের মধ্যে গ্রীষ্মকালীন বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার লোহামুড়া গ্রামের পরেন্দ্র নাথ (৫৫) এর হাতে কাকরোলের বীজ তোলে দেয়ার মাধ্যমে অনানুষ্ঠানিক এ কার্যক্রমের সূচনা হয়।
ফাউন্ডেশনের পরিচালক আনিসুল আলম নাহিদ জানিয়েছেন পুরো ফেব্রুয়ারি মাসব্যাপী এ কার্যক্রমে আগ্রহী কৃষক/কৃষাণীদের পারিবারিক চাষাবাদের জন্য বিভিন্ন ধরণের সব্জি বীজ প্রদান করা হবে। উল্লেখ্য, কৃষি ও কৃষকের কল্যাণে আনোয়ারা ফাউন্ডেশন ইতোমধ্যে এ ধরণের অনেকগুলো কার্যক্রম পরিচালনা করেছে।