নর্থইষ্ট বালাগঞ্জ কলেজে শহীদ মিনার নির্মাণে যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী সাজনা বেগম প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বুধবার (০২ মার্চ) দুপুরে কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতাকালে তিনি এ ঘোষণা প্রদান করেন। সাজনা বেগম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভবনদাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী হাজী সাইস্তা মিয়ার সহধর্মিণী।
এদিকে বুধবার (০২ মার্চ) দুপুরে বর্ণাঢ্য আয়োজনে নর্থইষ্ট বালাগঞ্জ কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভাপতিত্ব করেন কলেজ নির্বাহী কমিটির সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আমির হোসেন নূরু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ভবনদাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী হাজী সাইস্তা মিয়া।
প্রভাষক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – কলেজের অন্যতম দাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী ছহুল এ. মুনিম, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদির, যুক্তরাজ্য প্রবাসী সাজনা বেগম, ইউপি সদস্য রুকিয়া বেগম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তাফা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল ইসলাম, প্রভাষক নূরুল আমিন সায়েম, প্রভাষক লাকি রাণী মালাকার, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির শিক্ষক ইব্রাহিম ফরহাদ, নর্থইষ্ট বালাগঞ্জ কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী নাবিল হায়দার চৌধুরী, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আদিবা বেগম, সামিয়া বেগম, সালেহা আক্তার মাইশা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহিম আহমদ।



