শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জালালপুর কলেজ মসজিদ নির্মাণে মাহমুদ আলী ফাউন্ডেশনের অনুদান হস্তান্তর



দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজে নির্মিতব্য মসজিদ নির্মাণে সমাজসেবামূলক সংগঠন ডা. মাহমুদ আলী মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে ১লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেনের কাছে এ অনুদান হস্তান্তর করেন কলেজ গভর্ণিং বডির সদ্য সাবেক সদস্য, ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. মাহবুব আলম ও সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু।

কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জালালপুর ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সদস্য শহিদুর রহমান শাহীন, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, মনজ্জির আলী, শিক্ষানুরাগী মুজিবুর রহমান শিকদার (বাবুল), সুমন আহমদ, জালালপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নেলি কর, অধ্যাপক কামরুল হক প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মোবারক হোসেন। অনুষ্ঠানে বক্তারা ডা. মাহমুদ আলী মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ১লাখ টাকা অনুদান প্রদানের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী উবায়দুর রহমান মাছুমকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!