বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমার জালালপুরে নাগরিক মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত



দক্ষিণ সুরমা উপজেলার ‘ঐতিহ্যবাহী জালালপুর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে বটতলায় বিতর্কিত কামাল স্যার চত্ত্বর অপসারণের দাবিতে নাগরিক মতবিনিময় ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিকালে স্থানীয় জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ‘জালালপুরের স্থানীয় নাগরিকবৃন্দ ও ভয়েস অব জালালপুর প্রবাসী গ্রুপ’র আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী নেছারুল হক চৌধুরী বোস্তান।

রফিক আহমদের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সিলেট সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল নেছার আহমদ, জালালপুর জালালিয়া আলিয়া মাদরাসার সাবেক শিক্ষক প্রবাসী শামসুর রহমান, যুক্তরাজ্যস্থ জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি হোসেন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী হাজী মো. শহিদ আলী, হাজী মো. আব্দুল্লাহ আল কয়েছ, হাজী তৈমুছ আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল করিম তপই, রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মুয়িদ চৌধুরী, সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, মোগলাবাজার থানা জাতীয় পার্টির সদস্য সচিব ছানাউল হক ছানা, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন, যুব সংহতি নেতা অলিউর রহমান, যুবদল নেতা আনহার আহমদ মারনুছ, ছলমান আহমদ চৌধুরী পারভেজ প্রমুখ। সভায় স্বাগত বক্তৃতা করেন জালালপুর বাজার বণিক কল্যাণ সমিতির সহ-সভাপতি এনামুল কবির। সভায় বক্তারা ‘জালালপুর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে বটতলায় বিতর্কিত কামাল স্যার চত্ত্বর অপসারণের দাবি’ জানান।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!