বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ১৯৭৭ সালের এসএসসি ব্যাচের এক পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ১৬জানুয়ারি এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
১৯৭৭ সালের এসএসসি সহপাঠীবৃন্দের ব্যানারে এ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামী ১৬জানুয়ারি রোজ রোববার সকাল ১১টায় স্থানীয় সুলতানপুরে এ পুনর্মিলন অনুষ্ঠিত হবে।
এদিকে ১৯৭৭ সালের এসএসসি সহপাঠীদের পক্ষে মাওলানা শায়খ আব্দুন নূর মোস্তফা (মোবাইল : ০১৭২০ ৯০৯১২৬), মো. মাঈন উল্লাহ (মোবাইল : ০১৭১৮ ৬০২৫৬৯), আনোয়ার আলী আনু (মোবাইল : ০১৭১৬ ৬৮৭৮৭৬) এবং শেখ আবরু মিয়া (মোবাইল : ০১৭৮৭ ৮৬৭৩৭৭) পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে দেশে-বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট সকল সহপাঠীদের দোয়া, সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন।