সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বাঙালি জাতিরই নয়, তিনি ছিলেন বিশ্বের সব নিপীড়িত-শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায় ও মুক্তির অগ্রনায়ক। তাঁর একক নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। যাঁর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রই হতো না। শিশুদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবের মমতা ছিল অতুলনীয়।
তিনি আরো বলেন, শিশুদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবের মমতা ছিল অতুলনীয়। জাতির পিতা বিশ্বাস করতেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দিতে হবে আজকের শিশুদেরই। তাই শিশুরা যেন সৃজনশীল-মুক্তমনের মানুষ হিসেবে গড়ে ওঠে সেজন্য আমাদের তাদের প্রতি যত্ন নিতে হবে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপভোগ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
পুষ্পস্তবক অর্পন করেন সিলেট – ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার , সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্ত্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ৷বিকালে উপজেলা পরিষদ হল রুমে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট – ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া , উপজেলা ভাইস চেয়ারম্যান সামসউদ্দিন সামস , বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্ত্তী,পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাবউদ্দিন শিহাব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম এ মতিন, রফিকুল আলম, মোঃ জুনেদ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হেডকোয়ার্টার মসজিদের ইমাম কামরুল ইসলাম, গীতাপাঠ করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন।এর আগে উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর পক্ষ থেকে জাতির পিতার শুভ জন্মদিনের কেক কাটা হয়। কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া , সহ সভাপতি আজিজুল রহমান লকুছ, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসউদ্দিন সামস , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম এ মতিন, রফিকুল আলম, মোঃ জুনেদ মিয়া, আওয়ামী লীগের সদস্য শাহ আলম সজীব, উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ আলাল মিয়া, যুগ্ম আহবায়ক তেরা মিয়া,নীলমণি ধর, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফারুক আহমদ, সাবেক সাধারন সম্পাদক জয়দীপ দাস, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সহসভাপতি মুজিবুর রহমান পংকী, সাধারণ সম্পাদক কয়েস আহমদ,দোলন বৈদ্য,লিপসন আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী, সাবেক সহ সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারন সম্পাদক তুহিন মনসুর, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নয়ন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব, সাধারন সম্পাদক রুবেল আহমদ, ছাত্রনেতা সামসুল ইসলাম, বেলাল আহমদ, সাংবাদিক রাজীব আহমদ, জাগির হোসেন,সৌরভ আহমদ প্রমুখ।