বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জামিয়া ইসলামিয়া শাহাপুর মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন



বালাগঞ্জে ‘জামিয়া ইসলামিয়া শাহাপুর’ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলা দেওয়ান বাজার ইউনিয়ন শাহাপুর জামে মসজিদ সংলগ্ন এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন- যুক্তরাজ্য প্রবাসী, শাহাপুর জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লী, শিক্ষানুরাগী হাবিবুর রহমান রোকন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামি হুসাইনিয়া গহরপুর- এর শায়খুল হাদীস আল্লামা আব্দুল হাই।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – প্রবীণ মুরব্বি গোলাম মাহমুদ চৌধুরী, স্থানীয় ইউপি মেম্বার আশিকুর রহমান আশিক, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গোলাম সাহেদ চৌধুরী, বর্তমান সভাপতি আজমল হোসেন, শাহাপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাছিত, যুক্তরাজ্য প্রবাসী তাহের উদ্দিন গিয়াস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ এসএম হেলাল, শিক্ষানুরাগী মোস্তাকুর রহমান জাকির, দিলাওর আহমদ, ইফতেহারুল ইসলাম, আতিকুর রহমান, জুনেদ মিয়া, রাহাতুল হক চৌধুরী, এনাম উদ্দিন, রোকন উদ্দিন খান, কামরুল আমিন, মো. ছানু মিয়া প্রমুখ।

পরে যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান রোকনের উদ্যোগে স্থানীয় শাহাপুর গ্রামস্থ বাড়িতে এক ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ,ফ, ম, শামীম, অ্যাডভোকেট জুয়েল আহমদ, এনায়েতুর রহমান রাজু, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের মেম্বার হাজী মুহাম্মদ আলী গুলশের, মো. তারা মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আনোয়ার মিয়াসহ এলাকার সর্বস্তরেরর লোকজন শরিক হন।

জানাগেছে , তিন তলা ফান্ডেশন বিশিষ্ট উক্ত মাদ্রাসা ভবনের প্রাথমিক পর্যায়ে ১ম তলার ভবনটি প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!