শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে হাজী ইয়ারিছ মিয়া এন্ড পিয়ারা বেগম শিক্ষা ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ



বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নে হাজী ইয়ারিছ মিয়া এন্ড পিয়ারা বেগম শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের জনতা বাজারে ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের সিরাজবেগ বাজারে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উক্ত ট্রাস্টের সদস্য সচিব, সিলেট জেলা যুবলীগ নেতা ও বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্।

এসময় উপস্থিত ছিলেন – পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিক মিয়া, মির্জা আব্দুল মনাফ, সিরাজবেগ কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল লিটন বেগ, যুবলীগ নেতা মির্জা রাসেল, রাসেল তালুকদার, ক্রীড়া সংগঠক সুজেল আহমদ, মো. আব্দুল্লাহ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি লায়েক আহমদ, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ৷

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!