পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে এএনআর গরীব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ দুয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ এপ্রিল) বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে (দীঘি ওয়ালী বাড়ি) এ মাহফিল অনুষ্ঠিত হয় ।
মাহফিলে ইফতার পুর্বে আল্লাহর কাছে সমস্থ মুসলিম উম্মার রহমত, মাগফেরাত ও নাজাত কামনা করে বিশেষ মোনাজাত করেন – জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুরের মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান ( কলুমার হুজুর)।এএনআর গরীব কল্যাণ ট্রাস্ট’র পরিচালক আতিকুল ইসলাম আতিকের পরিচালনায় মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহমদ, প্রবীণ মুরব্বি হাজী মনোহর খান, আছলাম খান, মো. ছমির আলী, সাবেক ইউপি সদস্য মাওলানা আজমান আলী, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা নজরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী, সাবেক ছাত্রনেতা মো. আলীনূর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল ইসলাম সালেহ, দেওয়ানবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়সুল আলম কয়েস, শিওরখাল মাঝপাড়া জামে মসজিদের ইমাম আশিকুর রহমান, হাফিজ দেওয়ান একরামুল হাসান, ব্যবসায়ী আব্দুস শহীদ খান, এনামুল হক, বাবুল মিয়া এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল প্রমুখ।