উজানের পাহাড়ী ঢল এবং সাম্প্রতিক অব্যাহত বৃষ্টির প্রভাবে বর্তমানে বালাগঞ্জের সর্বত্র পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার (২৩ মে) পর্যন্ত কুশিয়ারা নদীতে পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। উপজেলার সকল ইউনিয়নের হাওড় এবং গ্রামাঞ্চলে পানিবৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। কোথাও কোথাও গ্রামীণ সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আলাপকালে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর এবং উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহে সিলেট শহর এবং আশপাশ এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হলেও বালাগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এ অবস্থায় গত কয়েকদিন যাবৎ পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলার দেওয়ান বাজার, পশ্চিম গৌরীপুর, পূর্ব গৌরীপুর, বালাগঞ্জ সদর, বোয়ালজুড় এবং পূর্ব পৈলনপুর ইউনিয়নের নিম্নাঞ্চলে পানিতে কিছু কিছু সড়ক ডুবে গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বড় রকমের কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
আলাপকালে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর জানিয়েছেন, তিনি ইতোমধ্যে রোববার (২২ মে) উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারকে সাথে নিয়ে নৌকাযোগে তিনি স্থানীয় বিভিন্ন গ্রাম এবং সড়ক পরিদর্শন করেন।
এদিকে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, বালাগঞ্জের বন্যা পরিস্থিতি শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। তিনি জানান, বর্তমানে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। এরপরও উপজেলার ৬টি ইউনিয়নে ১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে বন্যার্তদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।