পাহাড়ী ঢল ও অব্যাহত বৃষ্টিতে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বন্যার্ত, পানিবন্ধী ১হাজার পরিবারের মধ্যে শুকনো খাদ্যসামগী বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণমূলক সংগঠন আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সৌদি আরব প্রবাসী, বালাগঞ্জের বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুকের অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত শনিবার (২১ মে) বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি ও গুড়।
শায়খুল কুররা ভানুগাছী রহ. ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এসব খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে শনিবার হাটখোলা ইউনিয়নের বাবুরাগাঁও, সতের, পাটিমোরা, জৈনকারকান্দি, বারঘর প্রভৃতি গ্রামের বন্যার্তদের বাড়িবাড়ি এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ইউনিয়নের অন্যান্য ওয়ার্ড এবং গ্রামে খাদ্যসামগ্রী বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কেএম রফিকুজ্জামান, আঞ্জুমানে তালিমুল কুরআনের সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু। এসময় রোটারিয়ান এ.কে.এম লোকমান, ইউপি সদস্য মো. সুরুজ আলী, বদর উদ্দিন আহমদ, কামরান আহমদ, তবারক আলী বুলু, আলকাছ মিয়া, মো. মনোয়ার হোসেন লিটু, মো. মবশির আলী, আব্দুল আহাদ, সাবিত্রী রাণী শর্মা, নেহারুন নেছা, সমাজকর্মী কাজী লুৎফুর রহমান, আলিম উদ্দিন, নানু মিয়া, মাওলানা জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।