বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে প্রচারণা ‘উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন’



আগামীকাল বৃহস্পতিবার বালাগঞ্জের ৬টি ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে সকল প্রকার প্রচার-প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার (০৯ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত উপজেলার সর্বত্র ব্যাপক প্রচারণায় মুখর ছিল শীতলপার্টির বালাগঞ্জ। অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলার সবকটি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের ২জন প্রার্থীসহ স্বতন্ত্র হিসেবে মোট ১২জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সব মিলিয়ে উপজেলার ৬টি ইউনিয়নে মোট ২০জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১নভেম্বর অনুষ্ঠিতব্য ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বালাগঞ্জে সংশ্লিষ্ট প্রার্থী, তাদের কর্মী, সমর্র্থক এবং সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপণা বিরাজ করছে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যানদের পাশাপাশি নতুনমুখ প্রার্থীও রয়েছেন। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে পূর্ব পৈলনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন, খেলাফত মজলিসের প্রার্থী মো. মিছবাহ উদ্দিন মিছলু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিগত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মতিন, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম এবং মো. মারুফ মিয়া।

বোয়ালজুড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী হাজী মানিক মিয়া।

দেওয়ান বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা ছহুল আব্দুল মুনিম (ছহুল এ. মুনিম) এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান, বিএনপি নেতা নাজমুল আলম।

পশ্চিম গৌরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী আমিরুল ইসলাম মধু, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহমান, আব্দুল মুকিত শরীফ এবং মুশাহিদ শিকদার।

বালাগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনেদ মিয়া ও বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মো. আব্দুল মুনিম।

এবং পূর্ব গৌরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী আওলাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী তামিমুল করিম হৃদয় এবং আব্দুল মতিন।

সংশ্লিষ্ট রিটানিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মো. সুমন মিয়া, উপজেলা নির্বাচন অফিসার সোহবার আহমেদ এবং উপজেলা সমবায় অফিসার উৎপল চক্রবর্তী জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে প্রচারণার শেষ দিনে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। সমাপনী প্রচারণা উপলক্ষে মঙ্গলবার (০৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলার সকল ইউনিয়নে ব্যাপক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বিকালে ও সন্ধ্যায় দেওয়ান বাজার ও বালাগঞ্জ সদর ইউনিয়নে অনুষ্ঠিত পৃথক পৃথক পথসভায় বক্তৃতা করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জগলু চৌধুরী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এসব পথসভায় বক্তৃতাকালে দলীয় নেতৃবৃন্দ বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে’। নেতৃবৃন্দ সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের নৌকা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!