ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ সাংবাদিক নবাব উদ্দিনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২০ মে) পূর্ব লণ্ডনের ম্যানি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী বাবলুল হক, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের সদস্য ও তরুণ ব্যবসায়ী মাহিদুল ইসলাম চৌধুরী, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ও রাইটলেন প্রপার্টির পরিচালক ফারুক ফোয়াদ চৌধুরী, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ট্রেজারার মুয়াজ্জিম আহমেদ রিবু প্রমুখ।
এছাড়াও আরো মতামত দেন অনলাইন টেলিভিশন রানার টিভির পরিচালক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ট্রেজারার আ স ম মাছুম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের অন্যতম নির্বাহী সদস্য সাংবাদিক আহাদ চৌধুরী বাবু। প্রেস বিজ্ঞপ্তি।