প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (৪ জুন) এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির এ প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বালাগঞ্জ বাসস্ট্যান্ড পয়েন্ট থেকে এ বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স (দেশ মেডিকেয়ার) এর সামনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর সভাপতিত্ব করেন। পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া। বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।