বালাগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুন) এ উপলক্ষে উপজেলা পরিষদের প্রাঙ্গনে শোভাযাত্রা শেষে হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রোজিনা আক্তার। সাংবাদিক শাহাবুদ্দিন শাহীন এর পরিচালনায় আলোচনায় অংশ নেন – উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবত্তী, পিআইও প্রীতি ভুষন দাস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন প্রমুখ।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’।
১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর সারাবিশ্বের একশরও বেশি দেশে ৫জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।