শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শমসের নগরে পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড



ঢাকা থেকে ছেড়ে আসা পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে । এতে সিলেট-ঢাকা রেল যোগাযোগ বন্ধ রয়েছে । শনিবার (১১জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের শমসের নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে বেলা দুইটার দিকে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন শমসের নগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল উদ্দিন। তিনি বলেন, ট্রেনের পাওয়ারকার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাওয়ারকার থেকে পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। বর্তমানে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট-ঢাকা রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!