শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

গহরপুর এসোসিয়েশন ইউকের বন্যার্ত সাড়ে ৪ শতাধিক পরিবারকে নগদ অর্থ উপহার



যুক্তরাজ্যস্থ ‘গহরপুর এসোসিয়েশন ইউকে’-এর পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নে বন্যার্ত সাড়ে ৪ শতাধিক পরিবারকে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে। রোববার (৩জুলাই) দুপুরে স্থানীয় মোরারবাজারে এলাকার বন্যাকবলিত এসব পরিবারকে নগদ ৫শ টাকা করে প্রায় আড়াই লাখ টাকা উপহার প্রদান করা হয় । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্নিংবডির সভাপতি আ,ফ,ম শামীম।

অতিথি হিসেবে বক্তৃতা ও উপস্থিত ছিলেন – দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, গহরপুর এসোসিয়েশন ইউকের সদস্য যুক্তরাজ্য প্রবাসী ফয়ছল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল ইসলাম সালেহ, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়সুল আলম কয়েস, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ রহমান, শ্রমিক নেতা আবুল কালাম, শিক্ষানুরাগী খালেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ এসএম হেলাল প্রমুখ।

গহরপুর এসোসিয়েশন ইউকে।

অনুষ্ঠানে বক্তারা উপহার দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং উপস্থিত সবার উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেন, আপনার প্রবাসীদের জন্য দোয়া করবেন, তাঁরা যেন পরিবারপরিজনদের নিয়ে সুস্থ থাকেন। ভবিষ্যতেও যেন গরিব-দুঃখী মানুষের জন্য আরও বেশি করে কাজ করতে পারেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন