বালাগঞ্জে বন্যার্তদের মাঝে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসেবে সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসা মাঠে পুলিশ প্রশাসনর পক্ষ থেকে এলাকার বন্যার্ত ৫২টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্ত্রী।
এসময় তিনি বলেন, পুলিশ সবসময় জনগণের কল্যাণে কাজ করে। ইন্সপেক্টর জেলারেল অব পুলিশ মহোদয়ের নির্দেশে এবং সিলেটের মাননীয় এসপি ফরিদ উদ্দিন স্যারের নেতৃত্বে আমরা মানবিক আর পেশাগত দ্বায়িত্ব পালনের অংশ হিসেবেই বন্যার্তদের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা হতাশ হবেন না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, পুলিশ প্রশাসন, মাননীয় এমপি হাবিবুর রহমান হাবিব আপনাদের পাশে আছেন। ইতোমধ্যে বালাগঞ্জের বন্যাদুর্গত বিভিন্ন এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ইত্যাদি বিতরণ করা হয়েছে এবং অব্যাহত রয়েছে। মানুষের সেবায় পুলিশ আছে, আগামীতেও থাকবে।
ত্রাণসামগ্রী বিতরণকালে জনগণের সেবায় থানা পুলিশের নানামুখি সেবামূলক কর্ম তৎপরতার ভুঁয়সী প্রশংসা করে দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন – বালাগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দিন, মো. তারা মিয়া মেম্বার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ এসএম হেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুহেল বারী, লাল মিয়া, ফারুক আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহাদুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।