শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ানবাজারে ১নং ও ২নং ওয়ার্ডের প্রবাসীদের অর্থায়নে বন্যার্তদের ত্রাণ ও নগদ অর্থ প্রদান



সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অর্থায়নে ও মাদ্রাসাবাজার যুবসমাজের ব্যবস্থাপনায় বন্যার্ত ৩শ পরিবারকে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ১নং ও ২ নং ওয়ার্ডের প্রায় সবকটি গ্রামের ৩শ টি পরিবারকে মাদ্রাসাবাজার যুবসমাজের সদস্যরা ৫শ টাকা মূল্যের খাদ্যসামগ্রী এবং সাথে আরও নগদ ৫শ টাকা করে মোট ৩ লাখ টাকার এসব সহায়তা বাড়িবাড়ি গিয়ে পৌঁছে দেন।

এরআগে সকালে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় মাদ্রাসাবাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন যুবসমাজের সদস্যবৃন্দ।

এসময় বক্তারা ১নং ও ২ নং ওয়ার্ডের সম্মানিত প্রবাসীবৃন্দ এবং ইউরোপ, মধ্যপ্রাচ্যেসহ স্বদেশে অবস্থানরত মাদ্রাসাবাজার যুবসমাজের সদস্যদের অবদানের কথা তুলে ধরে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা অতীতের মতো আগামীতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গিকার ব্যক্ত করে সবার দুয়া ও সহযোগিতায় কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!