ডকল্যাণ্ড ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও টি-শার্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব লণ্ডনের এনসাইন ইয়ুথ সেন্টারে সদ্যপ্রয়াত ব্যাডমিন্টন প্লেয়ার জামাল আহমদের স্বরণে এ দুয়া মাহফিল ও টি-শার্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর হারুন মিয়া, কাউন্সিলর সাইফুর চৌধুরী (মাইল এন্ড), কাউন্সিলর লীলু আহমেদ তালুকদার (মাইল এন্ড), কাউন্সিলর শাহবীর শুভ হোসেন (ব্রমলি সাউথ), এম্পোল প্রপার্টির স্বত্বাধিকারী আব্দুল হালিম, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জাগলুল খান, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী ও রিবু জুনেদ আলতাফ। অনুষ্ঠানে আলোচনা ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী স্কলার ইয়াকুব আলী।
অনুষ্ঠান শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন ডকল্যান্ডস ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি আলী হোসেন ও হারুনুর রহমানের আল-কুরআন তেলাওয়াতের মাধ্যমে এবং ডকল্যান্ডস ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান শেখ তানভীর সিদ্দিকীর সভাপতিত্বে দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিথিরা মরহুম জামাল আহমেদের স্মরণীয় গল্প স্মৃতিচারণ করেন।
ক্লাবের জার্সি বিতরণ করেন ডকল্যান্ডস ব্যাডমিন্টন ক্লাবের গর্বিত পৃষ্ঠপোষক আব্দুল হালিম (অ্যাম্পল প্রপার্টিজ)।