ডা. মাহমুদ আলী মাস্টার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী উবায়দুর রহমান মাছুমের মাতা এবং প্রয়াত ডা. মাহমুদ আলী মাস্টারের স্ত্রী প্রয়াত নুরুন নাহার বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসব কম্বল বিতরণ করা হয়। এছাড়া প্রয়াত নুরুন নাহার বেগমের রুহের মাগফেরাত কামনায় তার পারিবারিক অর্থায়নে এতিমখানায় খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের বাদেশপুর (সরকারবাড়ি) গ্রামে স্থানীয় ৯নং ওয়ার্ডের অর্ধশতাধিক দুস্থ, শীতার্ত পরিবারকে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বিশিষ্ট সমাজকর্মী আশরাফ আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য হাফিজ মাওলানা ওয়ারিছ উদ্দিন আল মাসউদ।