বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের নশিওরপুর নিবাসী, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, দানশীল ব্যক্তিত্ব ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলুর চাচাতো ভাই মো. সুরুজ মিয়া মহাজন আর নেই। বুধবার (১১ জানুয়ারি) রাত ১২টা ৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেল ২টায় নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমের কনিষ্ঠ পুত্র সামসুল ইসলাম বাবলুর ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ শরিক হন।
জানাজা পূর্বে যুবনেতা সিরাজুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করে বক্তৃতা করেন – দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, স্থানীয় ইউপি সদস্য বাবরু মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মরহুমের চাচাতো ভাই সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, গ্রামবাসীর পক্ষে আব্দুস শাহাদাত রুকন, সাদিকুর রহমান প্রমুখ।
মৃত্যুকালে তিনি – ৭ মেয়ে ও ২ছেলে, নাতি নাতনিসহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।