শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন গহরপুর উপপরিষদের ওয়াজ মাহফিল সম্পন্ন



সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)এর অন্তর্ভুক্ত বালাগঞ্জ গহরপুর উপ-পরিষদের উদ্যোগে ২য় বার্ষিক ওয়াজ ও দুয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার ( ২৫ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে মধ্যরাত পর্যন্ত স্থানীয় মোরারবাজার সিএনজি ষ্ট্যান্ডে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়া গহরপুর এর শায়খুল হাদিস মাওলানা আব্দুল হাই উমরপুরী, জামিয়া গহরপুরের প্রবীণ শিক্ষক মাওলানা মনির উদ্দিন দত্তপুরী এবং গহরপুর উপপরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম।মাহফিলে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন – মাওলানা তফজ্জুল হক আজিজ ঢাকা, মুফতি উবায়দুর রহমান হুজায়ফী ঢাকা, মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গল, মাওলানা মুফতি দেলোয়ার হোসেন তাহিরপুর, মাওলানা সাদিকুর রহমান হরিপুর, মাওলানা নিজাম উদ্দিন আরিফী উছমানপুরীসহ বিশিষ্ট উলামায়ে কেরামগণ।গহরপুর উপপরিষদের সাধারণ সম্পাদক মো. আমির আলীর পরিচালনায় মাহফিলে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস। সবশেষে মধ্যরাতে আখেরী মোনাজাত এবং শিরনী বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!