প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা সমিতি ও এডুকেশন ট্রাস্ট আনারস গ্রুপের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে শামসুল আবেদীন নেসাওর এর সভাপতিত্বে এবং মশিউর রহমান মসনুর পরিচালনায় আনারস গ্রুপের বিপুল সংখ্যক সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যুক্তরাজ্যে বসবাসরত বালাগঞ্জ ওসমানীনগরের সর্বস্তরের জনসাধারণকে আনারস প্যানেলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
বক্তরা তাদের বক্তব্যে ‘ঘর প্যানেল‘ থেকে কীভাবে ‘আনারস প্যানেল‘ এর জন্ম হলো এর বিস্তারিত তুলে ধরেন। বক্তারা বলেন, সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমিতি ও ট্রাস্টের বিগত কয়েটি নির্বাচনে ঘর প্রতীক নিয়ে অংশগ্রহণকারী আমাদের গ্রুপের নির্বাচনী প্রতীক “ঘর মার্কা” পরিবর্তন করে নতুন নির্বাচনী প্রতীক হিসেবে “আনারস মার্কা” নির্ধারণ করা হয়েছে। প্রতীক পরিবর্তনের প্রক্রিয়া হিসেবে বিগত কয়েক বছর ধরে যে কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে তার ইতিবৃত্ত তুলে ধরে বক্তারা আরও বলেন, এ ব্যাপারে কিছু সংখ্যক মানুষ পানি ঘোলা করে মাছ শিকার করার চেষ্টা করে যাচ্ছেন। সমাজে ধুম্রজাল সৃষ্টির অপচেষ্টাকারীদের থেকে সর্তক থাকার জন্য তাঁরা সবার প্রতি উদাত্ত আহবান জানান।বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা গোলাম কিবরিয়া সাহেবের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – এম এ গফুর, অধ্যাপক মাসুদ আহমেদ, হারুনুর রশিদ চৌধুরী, মোঃ সাহিদ আলী, নেসার আলী সমসু, বদরুল ইসলাম, এম এ কুদ্দুস, আবুবক্কর সিদ্দীক, ইশতিয়াক আহমেদ দুদু, আনসারুল হক, সৈয়দ তাজীর উদ্দিন মান্নান, এম এ কাইয়ুম, রশিদ আহমদ, মিজানুর রহমান মীরু, আহমদ আলী, সানু চৌধুরী, রুহুল আমিন দুলন, সুরুক মিয়া, শামীম উদ্দিন, মশাহিদ আলী, আতাউর রহমান আতা, শাহজাহান আলম, ফয়জুর রহমান ফয়েজ, আশিক আলী, মোঃ আব্দুল কুদ্দুস, আজাদুর রহমান আজাদ, রুহেল আহমদ, সাইফুর রহমান, রুহেল আলী, মো. তহুর আলী, আরুক চৌধুরী, সৈয়দ ফারুক কামাল সুরুক, ফজলুর রহামন, আলমাস খান আজাদ, সৈয়দ আফরুজ মিয়া, মোহাম্মদ আলী, বাবুল আহমদ কামালী, সাইফুল আমিন হেলাল, খালেদ আহমদ মিনহাজ, মো: আলী হোসেন, সৈয়দ বদরুল ইসলাম, ফয়জুর রহমান, সারজন খান, ইলিয়াস আহমদ, রকিব আলী, সালামত মিয়া সাবুল, মোঃ সুলতান মাহমুদ, মতিউর রহমান, সুহেল আহমদ, হাসান চৌধুরী, সাইফুর রহমান (জফুর), লেবু মিয়া, আবু ফাত্তাহ প্রমুখ।
সভা শেষে মাওলানা গোলাম কিবরিয়া সাহেবের পরিচালনায় বালাগঞ্জ ওসমানীনগর উপজেলার প্রায়াত প্রবাসী নেতৃবৃন্দের রুহের মাগফিরাত এবং এলাকার সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।