বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কানাইঘাটে ইন্টারন্যাশনাল স্কুল এণ্ড টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসীদের সভা



সিলেটের কানাইঘাটে ইন্টারন্যাশনাল স্কুল এণ্ড টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসীদের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) পূর্ব লণ্ডনের মাইল এণ্ড-এর একটি রেস্টুরেন্টে কানাইঘাটের ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নাগরিকদের নিয়ে এই সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী বশিরুল ইসলাম। ব্যাপক আলোচনা শেষে সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে ইন্টারন্যাশনাল স্কুল এণ্ড টেকনিক্যাল কলেজ নামে আন্তর্জাতিক মানের একটি শিক্ষাপ্রতিষ্ঠান করার সিদ্বান্ত গৃহীত হয়।

সভায় প্রফেসর আব্দুল মালিকের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – ইজ্জত উল্লাহ, ফারুক আহমদ, নজির আহমদ, সামসুজ্জামান বাহার, আনিসুল হক, মুজিবুর রহমান, কামাল উদ্দিন, ইউসুফ আহমদ, আব্দুর রহমান (বুলবুল), তাজুল ইসলাম, মোস্তফা কামাল, শামীম আহমেদ, আবুল হারিছ, নাজমুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!