বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের মধ্যে শাহ আকিবুন নূর চৌধুরী মেধাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী বর্তমান স্কটল্যান্ড প্রবাসী শাহনূর চৌধুরীর ভাই, অষ্ট্রেলিয়া প্রবাসী প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরীর স্মরণে এই বৃত্তি প্রদান করা হয়। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ে ১০জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে এসব বৃত্তির নগদ অর্থ ও সনদ তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন – বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আতাউর রহমান, রিপন চন্দ্র বর্মণ, প্রভাষক সালেহ আহমদ, বৃত্তি দাতা পরিবারের সদস্য রিহানুর চৌধুরী দুর্জয় এবং বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল প্রমুখ।
অনুষ্ঠানে ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে – ১০ম শ্রেণির শিক্ষার্থী তাহের আহমদ ও মর্জিনা বেগম। ৯ম শ্রেণির সাইদ আহমদ ও নাদিয়া আক্তার। ৮ম শ্রেণির রাগীব আল হাসান ও রহিমা বেগম। ৭ম শ্রেণির ঐর্শী রাণী দাস ও রনি মিয়া এবং ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী মাইশা বেগম ও মাহসিন আহমদ।