শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত



বালাগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টা বৃন্দকে নিয়ে দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) স্থানীয় মোরারবাজারস্থ ছমির প্লাজায় সংগঠনের কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা সামস উদ্দিন সামস। সভায় সভাপতিত্ব করেন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম ফরহাদ।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, গহরপুর আল ফালাহ একাডেমীর শিক্ষক আব্দুল করিম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাদির, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সহসভাপতি আব্দুল মুহাইমিন, সহসাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক ওমর হোসেন জামিল, অর্থ-সম্পাদক কামরান হোসাইন, দপ্তর সম্পাদক ফায়েজুস সালেহিন রিফাত, সমাজকল্যাণ সম্পাদক শাহ শাহিমুন, আপ্যায়ন সম্পাদক রিপন আহমদ, সদস্য, শাকির আহমদ, কাওছার আহমদ, আলী আহমদ প্রমুখ।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গহরপুর আল ফালাহ একাডেমীর শিক্ষক আব্দুল করিম।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!