আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর সিলেটের এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন – হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। শুক্রবার বাদ জুমা (১৪ এপ্রিল) তাঁর পারিবারিক উদ্যোগে জামিয়ার ৬৯জন শিক্ষার্থীর মধ্যে এসব অর্থ বিতরণ করা হয়।
এ সময় জামিয়ার শিক্ষাসচিব মুফতি আনোয়ার হোসেন শরীয়তপুরী, সমাজকর্মী আছলাম খান, জয়নুল ইসলাম চৌধুরী, তোফায়েল আহমদ সুহেল, মো. সালামত খান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহ মো. হেলাল, বিচারপতির ব্যক্তিগত সচিব কামাল হাসান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে তিনি গহরপুর মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ আদায় করে বরেণ্য বুযুর্গ হযরত আল্লামা হাফিজ নুর উদ্দিন গহরপুরী (রহ.) -এর মাজার জিয়ারত করেন। পরে স্থানীয় শিওরখাল গ্রামস্থ নিজবাড়ীতে গ্রামবাসীর সাথে সাক্ষাৎ, দরিদ্রদের মধ্যে অর্থ বিতরণ ও তাঁর পিতামাতার কবর জিয়ার করেন।
এছাড়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী গহরপুর মাদ্রাসা মসজিদে এতেকাফরত হযরত মাওলানা শফিকুল হক সুরইঘাটির (হুজুর) -এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রখ্যাত বুযুর্গ আল্লামা হাফিজ নুরউদ্দিন গহরপুরী (রহ.) -এর স্মৃতিচারণ করেন।