বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সামাজিক ব্যক্তিত্ব, স্থানীয় কলুমা গ্রামের মো. তুরন মিয়া (৫৫) আর নেই। শনিবার (৬মে ) সকাল ৭টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওইদিন বাদ আছর গহরপুরের কলুমা ইব্রাহিমপুর দত্তপুর মাদ্রাসা মাঠে- মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ১মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি রাজনীতির পাশাপাশি মসজিদ- মাদ্রাসাসহ সামাজিক অঙ্গে সুনামের সহিত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মরহুমের জানাজায় ইমামতি করেন শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহমান (কলুমার হুজুর)।জানাজা পূর্বে দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ময়নুল ইসলাম সালেহ’র পরিচালনায় -সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, গহরপুর জামিয়ার শায়খুল হাদীস মাওলানা আব্দুল হাই উমরপুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. দুদু মিয়া, বর্তমান আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, বিএনপির নেতা আব্দুস ছালাম, আব্দুল জলিল, সাইদুল হক সুহেল, এডভোকেট ইকবাল আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহ মো. হেলালসহ এলাকার সর্বস্তরের মুসল্লীগন এবং স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় শোকাহত পরিবারের পক্ষে অনুভূতি প্রকাশ করে- বাবার জন্য দুয়া চান মরহুম তুরন মিয়ার পুত্র আরিফ আহমদ রাহি।