শুক্রবার, ৯ জুন ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটে হঠাৎ ঝড়-বৃষ্টির তাণ্ডব: জনসাধারণের মধ্যে আতঙ্ক



সিলেট শহরে হঠাৎ ঝড়বৃষ্টির তাণ্ডবে জনসাধারণের মধ্যে বেশ আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় প্রবল ঝড়-বৃষ্টির ধাওয়ায় লোকজন দিগ্বিদিক ছুটে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

জানাগেছে, মঙ্গলবার (১৬ মে) বিকেল সোয়া ৪টার দিকে ঝড়ের সাথে শুরু হয় তুমুল বৃষ্টিপাত। অনেক জায়গায় গাছপালা ভেঙে পড়ে, টিনের চাল উড়ে যায়। মাত্র আধ ঘণ্টার ঝড় ও বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়, নগরীর আখালিয়া, উপশহর, করেরপাড়াসহ কয়েকটি নিচু এলাকায় অনেক বাসাবাড়িতে পানি ওঠে যায়। এতে নগরবাসী ভোগান্তিতে পড়েন।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ওইদিন সিলেটে প্রায় ৫৯ মিলিমিটিার বৃষ্টিপাত হয়েছে। তবে কোথাও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!