সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা সম্পন্ন



বালাগঞ্জে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা – ২০২৩ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শ্রী শ্রী মদন মোহন আশ্রম নাট মন্দিরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নয়ন তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক পুলক দাস দুরন্ত এর যৌথ পরিচালনায় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদ, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক। শুরুতে গীতা পাঠ করেন সাগর কৃষ্ণ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ শ্রী শ্রী মদন মোহন আশ্রমের সেবায়িত দ্বীজ হরি দাস বৈঞ্জব, পূজা পরিষদের প্রদীপ দাস, চন্দন দাম মেম্বার, রাখাল দাস, বালাগঞ্জ শিক্ষক সমিতির সেক্রটারি অনন্ত দাস, শিক্ষক রিন্টু দাস, দোলন বৈদ্য, সৌরভ পাল প্রমুখ।

বিচারক মণ্ডলীতে ছিলেন – বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শ্রী গোবিন্দ চক্রবর্ত্তী, শিক্ষক পরমেশ্বর ব্রজবিহারি প্রদ্যুন্ম কুমার দাস, গীতা পাঠক সাগর কৃষ্ণ দাস ও কীর্তনি রুপম ধর।

দিন ব্যাপী প্রতিযোগিতায় বালাগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে আগত শিক্ষার্থী ক এবং খ গ্রুপ দুটি বিভাগে অংশ গ্রহণ করে। ক গ্রুপে প্রথম হয়েছে অন্নপূর্না দাস প্রত্যাশা, দ্বিতীয় মম দাস ঋতু, তৃতীয় পুস্পিতা দাস নিঝুম। খ গ্রুপে প্রথম হয়েছে নিলয় কান্ত রায়, দ্বিতীয় অর্পা দাস পূজা,তৃতীয় বাধন দত্ত।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!